অস্ত্রসহ শহীদ কমিশনার গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: অস্ত্র ও গুলিসহ গ্রেফতার হয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান শহীদ (শহীদ কমিশনার)। গতকাল মঙ্গলবার ভোরে গেণ্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও ৬২ রাউন্ড গুলিসহ ৱ্যাব-১০’র একটি টিম তাকে গ্রেফতার করে। ৱ্যাব-১০’র অপারেশন অফিসার ফজলে রাব্বি শহীদ কমিশনারকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শহীদ কমিশনার একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, শহীদ কমিশনার দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ (সূত্রাপুর-কোতোয়ালি) আসনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। তিনি পুরান ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গডফাদার হিসেবেও পরিচিত।