জীবননগর ব্যুরো: জীবননগরে শ্যামল গোল্ডকাপ নকআউট দৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সবুর-পিংকু জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গত সোমবার রাতে জীবননগর মুন্সি মার্কেট প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা বাস-মিনিবাস মোটরমালিক সমিতির সভাপতি সাইদুর রহমান ধন্দু প্রধান অতিথি হিসেবে এ বিজয়ী ও রানারআপ দলের মাঝে খেলার পুরস্কার বিতরণ করেন। শ্যামল গোল্ডকাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার আহ্বায়ক দৌলৎগঞ্জ বাজার কমিটির আহ্বায়ক সাংবাদিক এম আর বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি জীবননগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু মো. আ. লতিফ অমল, মহেশপুর উপজেলা হিসাবরক্ষণ অফিসার আশাবুল হক, ব্যবসায়ী আব্দুর রহমান পুটু, পরিবহন ব্যবসায়ী কাজি হাসানুজ্জামান বাবুল, আদর্শ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক মুন্সী আব্দুল হালিম লাল্টু ও খেলার স্পন্সর ঢাকা অ্যাপার্টমেন্ট ব্যবসায়ী সাইদুর রহমান শ্যামল। জিএ জাহিদুল ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠিত শ্যামল গোল্ডকাপ নকআউট দৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ করে। ফাইনালে সবুর-পিংকু জুটি ২-০ সেটে মুন্সী খোকন-মিঠু জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।