স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এ সময় জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন যৌথভাবে সভাপতি সাইফুল ইসলাম মিনু, প্রধান অতিথি চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিদ্যালয় চত্বরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ্বল ও ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন বিশ্বাস।