জীবননগর ব্যুরো: জীবননগরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে দৌলৎগঞ্জ স্থলবন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রফতানিকারক সমিতির সাধারণসভা গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক এমআর বাবুর পরিচালনায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি নাসির উদ্দিন। সভায় দৌলৎগঞ্জ স্থলবন্দরের সর্বশেষ অবস্থান ও অ্যাসোসিয়েশনের সদস্যদের করণীয় সম্পর্কে বিশদ তুলে ধরে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমআর বাবু। অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্তব্যের কথা তুলে ধরে বক্তব্য রাখেন- দর্শনা রেলপোর্টের সভাপতি লিয়াকত আলী শাহ্, কোটচাঁদপুরের বিশিষ্ট সিঅ্যান্ডএফ ব্যবসায়ী খোন্দকার তোজাম্মেল হক কবীর, কালীগঞ্জের শফিকুল ইসলাম নান্নু, আলমডাঙ্গার শফিউল ইসলাম পিন্টু, জীবনগরের জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম ইশা, আব্দুল হান্নান ও সাংবাদিক সালাউদ্দীন কাজল। সভায় দর্শনার বিশিষ্ট সিঅ্যান্ডএফ ব্যবসায়ী হাজী শওকত আলী, চুয়াডাঙ্গার সরদার আল আমিন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল আযিম আনার, কোটচাঁদপুর পৌর মেয়র বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন বুলবুল সিডল ও খোন্দকার তোজাম্মেল হক কবীরকে অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য পদ প্রদান করা হয়। সভায় ভারতের ব্যবসায়ী ও সরকারকে মাঝদিয়া স্থলবন্দর অনতিবিলম্বে চালুর বিষয়ে উদ্বুদ্ধ করতে অচিরেই একটি প্রতিনিধি দল ভারতে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।