স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারী মসজিদের অদূরে এক্সেল ভেঙে পাউয়ার টিলার আরোহী ৪ জন আহত হয়েছে। ডুগডুগি পশুহাট থেকে গরু কিনে আলমডাঙ্গার অনুপনগরে ফেরার পথে গতরাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার নতিডাঙ্গার বিল্লাল হোসেন, হাসেম আলী, সুজন ও আব্দুল একই গ্রামের পাউয়ার টিলারচালক তৌহিদের পাউয়ার টিলারযোগে ৫টি গরু নিয়ে ফিরছিলেন। বোয়ালমারী মসজিদের অদূরে রাস্তার গর্তে পড়ে পাউয়ার টিলারের এক্সেল ভেঙে যায়। আহত হন আরোহীরা। আহতদের মধ্যে বিল্লাল হোসেন গুরুতর জখম হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে গতরাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়।