আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কুমারী বাজারে গতকাল সোমবার বিকেলে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসান প্রধান অতিথির বক্তব্যে বলেন, এ এলাকায় সন্ত্রাসের যে বীজ পূর্বে ছিলো তার বীজ এখনো রয়ে গেছে। অতি সত্বর জনগণের সহযোগিতায় তা সমূলে উৎপাটন করা হবে। সেদিন আর বেশি দূরে নয়। আপনারা অতি শীঘ্রই তা দেখতে পাবেন। সভায় সভাপতিত্ব করেন কুমারী ইউপি চেয়ারম্যান মাও. আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান খোকন, কুমারী ইউপির সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মজিবার রহমান, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও ভিটি আইয়ের অধ্যক্ষ অরবিন্দ শেখর দে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামে উপস্থাপনায় বক্তব্য রাখেন কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রানা আহমেদ, ওসি তদন্ত নাজমুল হুদা, ভাংবাড়িয়া আওয়ামী লীগের সভাপতি আসাবুল হক ঠাণ্ডু প্রমুখ।