দর্শনা অফিস: ভাঙাচোরা ও চলাচলের প্রায় অযোগ্য ট্রাক্টর ও ট্রলি দিয়েই আখ সরবরাহ করছে কেরুজ চিনিকল কর্তৃপক্ষ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে। চিনিকলের দু ট্রলি বিশিষ্ট একটি ট্রাক্টর ইক্ষু কেন্দ্র থেকে আখ নিয়ে আসছিলো কেরুজ চিনিকলে। পথিমধ্যে আখভর্তি ট্রলি দর্শনা বাসস্ট্যান্ডে পৌঁছুলে ইঞ্জিন থেকে ট্রলি বিচ্ছিন্ন হয়ে উল্টে যায়। অল্পের জন্য প্রধান সড়কে চলাচলকারীরা রক্ষা পায়।