কোটচাঁদপুর প্রতিনিধি: প্রথম পর্যায়ে অনুষ্ঠিতিব্য উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোটচাঁদপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কায়দার রহমান, হুমায়ূন কবির লতা, রবিউল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী রিয়াজ হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর ফলে আওয়ামী লীগ, জামায়াত ও বিএনপির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদ তিনটিতে একক প্রার্থী। আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী থানা আওয়ামী লীগ সভাপতি শরিফুন্নেছা মিকি, পুরুষ ভাইস চেয়ারম্যান মীর কাশেম আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুন্নেছা মেরী। জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী থানা জামায়াত আমির মাও. তাজুল ইসলাম, পুরুষ ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাজমা খাতুন। বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী থানা বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ইকরামুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাছিমা ইসলাম। উপজেলা নির্বাচনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা আক্তার রিক্তা লড়ছেন।