গাড়ি পোড়ানো মামলায় জামিন পেলেন মেহেরপুর জেলা বিএনপি সভাপতি আমজাদ হোসেন

 

গাংনী প্রতিনিধি: হরতাল-অবরোধের সময় গাংনী উপজেলার শুকুরকান্দি এলাকায় ট্রাকে আগুন দেয়ার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন মেহেরপুর জেলা বিএনপি সভাপতি মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন আমজাদ হোসেন ও একই মামলার আসামি উপজেলা যুবদল সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল। বিজ্ঞ বিচারক বৈজন্ত বিশ্বাস শুনানি শেষে দুজনেরই জামিনের আদেশ দেন।

এদিকে জামিনের খবর পেয়ে আদালত প্রাঙ্গণে অপেক্ষমান নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন। আমজাদ হোসেন ও বুলবুলকে ফুলের মালা দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। এক প্রতিক্রিয়ায় আমজাদ হোসেনসহ বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, মিথ্যা মামলায় নেতাকর্মীদের হয়রানির করা হচ্ছে। তবে হয়রানি করে বিরোধী জোটের আন্দোলন সংগ্রাম দমানো যাবে না। যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে মেহেরপুর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সক্রিয়ভাবেই অংশগ্রহণ করবে।