মাথাভাঙ্গা মনিটর: ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রধান শহর চেন্নাইয়ে খুনের দায়ে যাবজ্জীবনপ্রাপ্ত এক আসামিকে বিয়ে করেছেন ২৭ বছর বয়সী এক নারী আইনজীবী। বিয়ে উপলক্ষে আসামি বরকে ১০ দিনের ছুটি দিয়েছেন আদালত। গত রোববার চেন্নাইয়ে এ বিয়ে অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে একটি সংবাদমাধ্যম। বিয়ের কনে ওই আইনজীবীর নাম অরুণা, তার কারাবন্দি স্বামীর নাম সোমাসুন্দরম। মাদ্রাজ উচ্চ আদালত থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর চেন্নাইয়ের ভিসারপাদির একটি কম্যুনিটি সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে অরুণা ও সোমাসুন্দরমের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেন। বিশেষ বিবেচনায় হবু বরকে এক মাসের ছুটি দেয়ার জন্য আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন তার হবু স্ত্রী আইনজীবী অরুণা। উচ্চ আদালতের একটি ডিভিশন বেঞ্চ আর্জি মঞ্জুর করে সোমাসুন্দরমকে ১০ দিনের ছুটি দেন। গত শনিবার তামিলনাড়ুর পুঝল কারাগার থেকে বের হয়ে আসেন সোমাসুন্দরম। ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার মধ্যে তাকে আবার কারাগারে ফিরে যাওয়ার আদেশ দেয়া হয়েছে। আদালতের আদেশে ছুটির সময় নিরাপত্তাজনিত কারণে তার পাহারায় পুলিশ নিয়োগ করা হয়েছে। সোমাসুন্দরম অরুণার দূর সম্পর্কের আত্মীয়। অরুণা কারাগারে তার সাথে বেশ কয়েকবার দেখা করেন। খুনের অভিযোগ প্রমাণিত হওয়ার পর অপর কয়েকজনের সাথে সোমাসুন্দরমকেও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত।