মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি সিনেমা হলে দুটি গ্রেনেড বিস্ফোরণে অন্ততপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ হামলায় ৩১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে একটি দৈনিক। তবে বিস্ফোরণে নিহতের সংখ্যা ৩। পেশোয়ারের কাবুলি বাজার এলাকার পিকচার হাউজ সিনেমা হলে গত রোববার রাতে এ হামলা চালানো হয়। প্রদেশটি আফগানিস্তানের সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল। শহরটির সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসপি) মুহাম্মাদ ফয়সাল মুখতার এই হামলা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিকচার হাউজ সিনেমা হলে দুটি শক্তিশালী গ্রেনেড বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। এ হামলায় ৩১ জন আহত হয়েছেন যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তিনি আরো জানান, হলের পেছনের আসন থেকে দুটি গ্রেনেড ছুঁড়ে মারা হয়। এ সময় প্রায় শতাধিক দর্শক জিদ্দি পাখতুন নামের একটি চলচ্চিত্র উপভোগ করছিলেন। বিস্ফোরণের পর আতঙ্কিত মানুষের হুড়োহুড়িতে পদপিষ্ট অনেকে আহত হয়েছেন। আহতদের লেডি রিডিং হাসপাতালে পাঠানো হয়েছে।