মাথাভাঙ্গা মনিটর: রিয়াল সোসিয়েদাদকে উড়িয়ে দিয়ে স্পেনের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেছে আতলেতিকো মাদ্রিদ। এ মরসুমে একের পর এক চমক দেখানো দলটি শেষ বার লিগের শীর্ষস্থানে ছিলো সেই ১৯৯৬ সালে। আতলেতিকোর স্টেডিয়াম ভিসেন্তে কালদেরনে রোববার রাতে সদ্য প্রয়াত স্প্যানিশ কোচ লুইস আরাগোনেসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় ম্যাচটি। সোসিয়েদাদকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করা গোলগুলো সাবেক খেলোয়াড় ও কোচের প্রতিই যেন উৎসর্গ করলো দিয়েগো সিমেওনের শীর্ষরা।