ষ্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের পর পশ্চিমবঙ্গের হাঁসখালি থানা পুলিশের হাতে ধরা পড়েছেন তিন বাংলাদেশী নারী । পাচারকারি চক্রের ৩ সদস্যকেও আটক করা হয়েছে ।
গতকাল সোমবার দিনগত রাতে কোলকাতার সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এপিবি আনন্দ ও ২৪ ঘন্টার সংবাদে এ তথ্য জানা গেছে ।
খবরে জানানো হয়েছে , গতকাল সোমবার দিনের কোন সময়ে জীবননগর বেনীপুর সীমান্ত দিয়ে ওই তিন নারীকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় । সন্ধ্যায় তাঁরা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর মহকুমার হাঁসখালি থানা পুলিশের হাতে ধরা পড়েন । পুলিশ একই সাথে আটক করে পাচারকারি চক্রের ৩ এজেন্টকে । পাচার হওয়া তিন বাংলাদেশি নারীর নাম পরিচয় প্রকাশ না করে এ দুই টেলিভিশন সংবাদে জানানো হয় নারী পাচারকারি চক্রের ৩ এজেন্টই ভারতীয় নাগরিক । আজ মঙ্গলবার এদেরকে কৃষ্ণনগর আদালতে নেয়া হবে বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে ।