আলমডাঙ্গা ব্যুরো: ১০ম জাতীয় সংসদের নবনির্বাচিত হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ, উপজেলা-পৌর-তৃণমূল আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অভ্যর্থনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের পক্ষে হুইপ ছেলুন জোয়ার্দ্দারকে শুভেচ্ছা জানান আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম ও ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সম্পাদক নুরুল ইসলাম। ডিপ্লোমা কৃষি ইনস্টিটিউটের পক্ষ থেকেও পুষ্পমাল্য প্রদান করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম ও ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সানোয়ার হোসেন লাড্ডু। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে আলম সফুরা ফেরদৌস। উপস্থিত ছিলেন থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আবু মোহাম্মদ জহুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুপ্রিয় মুখার্জী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ পাল, সহকারী অফিসার জিয়াউল হক, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লা আল মামুন, উপজেলা নির্বাচন অফিসার মোস্তফা ফেরদৌসসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও সকল ইউপি চেয়ারম্যান। এরপর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হুইপকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় মানপত্র পাঠ করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসান কাদির গনু। উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা বিআরডিবি, বেলগাছী ইউনিয়ন, হারদী ইউনিয়ন, চিৎলা ইউনিয়ন, খাসকররা ইউনিয়ন ও জামজামি ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। এ ছাড়াও ভাংবাড়িয়া, হারদী, কুমারী, বাড়াদী, গাংনী, জেহালা, চিৎলা, বেলগাছি, ডাউকী, খাসকররা, নাগদাহ, জামজামি, খাদিমপুর, কালিদাসপুর ও আইলহাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগ ও পৌর যুবলীগ, হারদী মীর সামসুদ্দিন আহাম্মেদ মাধ্যমিক বিদ্যালয়, ব্রাইট মডেল স্কুল ও আলমডাঙ্গা ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।