গাংনী প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মেহেরপুর গাংনী উপজেলার নির্বাচনের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রোববার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী রয়েছেন চারজন করে। আওয়ামী লীগের প্রার্থীরা হচ্ছেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন ও জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম। বিএনপির প্রার্থীরা হচ্ছেন- বর্তমান ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মুরাদ আলী, উপজেলা কৃষকদলের সভাপতি আখেরুজ্জামান ও উপজেলা বিএনপি সভাপতি রেজাউল হক। দলীয় একক প্রার্থী চূড়ান্ত হলে বাকি প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বলে উভয় দলের নেতৃবৃন্দসূত্রে জানা গেছে।
বিএনপি-জামায়াত তথা ১৯ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বাওট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান সংগ্রাম। এ পদে আওয়ামী লীগের প্রার্থী দুজন। উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ মোহন এবং আওয়ামী লীগ নেতা আবুল কালাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী। এ পদে বিএনপির দুজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন- জেলা মহিলাদলের সভাপতি লাইলা আরজুমান ও মহিলাদলের সাবেক সভাপতি নুরুন্নাহার আক্তার। গতকাল সকাল থেকেই বেশ কয়েকজন প্রার্থী মোটরসাইকেল শোভাযাত্রার মধ্যদিয়ে উপজেলা পরিষদ চত্বরে আসেন। প্রার্থী ও তার পক্ষের সমর্থকরা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য লবিং করছেন।