ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা এলাকা থেকে গতকাল রোববার দুপুরে একটি শাটারগানসহ পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির (জনযুদ্ধ) ক্যাডার আয়নাল মণ্ডলকে পুলিশ গ্রেফতার করেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, গতকাল রোববার বেলা ১২টার দিকে আয়নাল মণ্ডল বৈডাঙ্গা গ্রামের একটি ব্রিকফিল্ডে অবস্থান করছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ এ সময় একটি শাটারগানসহ আয়নাল মণ্ডলকে গ্রেফতার করে। দুপুরে আয়নাল মণ্ডলকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।