চেয়ারম্যান পদে ৯ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৯ জন
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে দ্বিতীয় দফায় উৎসবমুখর পরিবেশে মহেশপুর উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত নেতা-কর্মীরা। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন ও ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৪ জন ও মহিলা ৫ জন। গতকাল রোববার ঝিনাইদহ রিটার্নিং অফিসার ও মহেশপুর সহকারী রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীরা এসব মনোনয়পত্র জমা দেন।
উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের ময়জউদ্দিন হামিদ, জামায়াতের আব্দুল হাই ও আব্দুল বারী, বিএনপির শাহনুর আলম, এসএম শাহ জামান, আল ইমরান, মাহফুজুল হক খান, দবীর উদ্দিন বিশ্বাস ও স্বতন্ত্রপ্রার্থী ওবাইদুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে আজিজুল হক, এসএম আব্দুল আহাদ, নজিবুদ্দৌলা, ও ফারুক আহম্মদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ময়না বেগম, নারগীস সুলতানা, আশরাফুন্নাহার, নূরজাহান বেগম ও নাসিমা বেগম।
উল্লেখ্য, প্রথম দফায় জেলার ৬টি উপজেলার মধ্যে ৪টি উপজেলায় মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। হরিণাকুণ্ডু উপজেলা নির্বাচনী তফশিল পরবর্তীতে ঘোষণা করা হবে বলে নির্বাচন অফিসসূত্রে জানা গেছে।