মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সহকারী রিটার্নিং অফিসার মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মণ্ডলের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস ও ১৯ দলীয় জোট মনোনীত প্রার্থী জেলা বিএনপি সভাপতি বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, উপজেলা তৃণমূল দলের সভাপতি রমজান আলী এবং দারিয়াপুর ইউনিয়ন জামায়াতের আমির জারজিস হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছকিদা খাতুন ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জামায়াতের গুলনাহার বেগম। জিয়া উদ্দীন বিশ্বাস, রফিকুল ইসলাম মোল্লা ও ছকিদা খাতুন আওয়ামী লীগের এবং আমিরুল ইসলাম, জারজিস হোসেন ও গুলনাহার বেগম ১৯ দলীয় জোটের মনোনীত প্রার্থী। উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।