হরিণাকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ডু উপজেলার রথখোলা গ্রামের কুয়ার মধ্যে থেকে গতকাল রোববার সকালে হযরত আলী (৮) নামে এক শিশুসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে এবং রথখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিলো। নিখোঁজের একদিন পর পুলিশ রোববার সকালে তার লাশ উদ্ধার করে।
হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, জেলার হরিণাকুণ্ডু উপজেলার রথখোলা গ্রামের সিদ্দিক হোসেনের শিশুপুত্র হযরত আলীকে শনিবার দুপুরের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুজির পর গতকাল রোববার সকালে রথখোলা গ্রামের একটি কুয়ার মধ্যে শিশুর লাশ ভাসতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হযরত আলীর লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। শত্রুতাবশত কেউ তাকে অপহরণ করে হত্যার পর লাশ কুয়াটির মধ্যে ফেলে দেয় বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় হরিণাকুণ্ডু থানায় একটি হত্যামামলা দায়ের করা হয়েছে।