নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদার নতিপোতার বিএনপি নেতা মহিবুল ইসলাম মহিদ মারা গেছেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি গত শুক্রবার বিকেলে নিজ বাড়িতে স্ট্রোক করলে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরে কুষ্টিয়া জেলারেল হাসপাতালে নেয়া হয়। গতকাল শনিবার ভোর ৫টার দিকে চিকিৎসাধী অবস্থায় তিনি মারা যান। গতকাল রোববার বিকেলে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।