চট্টগ্রাম বিমানবন্দরে পৌনে দু কেজি সোনা আটক

 

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পাঁচ যাত্রীর কাছ থেকে পৌনে দু কেজি ওজনের ১৫টি সোনার বিস্কুট আটক করেছেন শুল্ক কর্মকর্তারা। গতকাল রোববার রাতে মাসকট ও শারজাহ থেকে আসা দুটি উড়োজাহাজের যাত্রীদের তল্লাশি করে এসব সোনার বিস্কুট আটক করা হয়। আটক সোনার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা। জানা গেছে, দুবাই থেকে আসা এয়ার অ্যারাবিয়ার উড়োজাহাজের যাত্রী তৌহিদুর রহমানের কাছ থেকে পাঁচটি সোনার বিস্কুট জব্দ করা হয়। মাসকট থেকে আসা ওমান এয়ারলাইনসের উড়োজাহাজে আসা শাহজাহান মিয়ার কাছ থেকে চারটি এবং আবদুল বাসেত, জাহিদুল ইসলাম ও আয়ছুর রানার কাছ থেকে দুটি করে বিস্কুট উদ্ধার করা হয়। এসব যাত্রী সোনার বিস্কুট আনার ব্যাপারে নিয়মানুযায়ী প্রক্রিয়া অনুসরণ করেননি। সাধারণত শুল্ক বা কর ছাড়াই ২০০ গ্রামের নিচে শুধু স্বর্ণালঙ্কার বিদেশ থেকে আনতে পারেন যাত্রীরা।