ক্রীড়া প্রতিবেদক: ডিঙ্গেদহ বাজার বন্ধু সার্কেল আয়োজিত অমর একুশে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টে শোভন-ত্বোহা জুটি চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রোববার রাতে অনুষ্ঠিত ১৬ দলের এ টুর্নামেন্টের ফাইনালে শোভন-ত্বোহা জুটি ২-১ সেটে ডিমেল-আনোয়ার জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানারআপ জুটিকে ট্রফি ও প্রাইজমানি পুরস্কার হিসেবে দেয়া হয়। ডিঙ্গেদহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজি আনোয়ার হোসেন মালিথার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হোসেন সোনা। বিশেষ অতিথি ছিলেন ডিঙ্গেদহ বাজার কমিটির সভাপতি জাকির হোসেন জোয়ার্দ্দার বাবু। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন অনুরাগী হামিদুর রহমান সন্টু, মনিরুজ্জামান মনি, হাসানুজ্জামান হাসান গোলাম মোস্তফা রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোলাম মোস্তফা ও আয়োজক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন বন্ধু সার্কেলের রফিকুল, আরিফ, চয়ন, মমিন, ইমরান, উজ্জ্বল, জিয়া, শাহিন ও নয়ন। খেলাগুলো পরিচালনা করেন মাহাবুবুর রহমান মিন্টু।