খবর: (শিবির নেতাদের মিষ্টি খেয়ে কারণ দর্শানো নোটিশ পেলেন ইবি ছাত্রলীগের তিন নেতা)
মিষ্টি খেলেন হাতে তুলে
বেশতো মজা লাগলো,
হঠাত কেন অন্য নেতা
ভীষণ রাগা রাগলো।
আপনিতো বেশ বন্ধুপ্রিয়
কে অভিযোগ তুললো,
কেউ দিলো না ভালোবাসার
তিল পরিমাণ মূল্য!
মিষ্টি খেলেন নোটিশ পেলেন
তাই বুঝি ঘোর কাটলো,
মিষ্টি খেয়ে কী ধাতানি
কষ্টে এ বুক ফাটলো।
-আহাদ আলী মোল্লা