ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা সাহিত্য সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে আলোচনাসভা ও স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা সাহিত্য সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভার সভাপতিত্ব করেন সংসদের সভাপতি রবিউল হোসেন শুকলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের সাহিত্য সম্পাদক বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফাহিম ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক ও বিশিষ্ট ছড়াকার আহাদ আলী মোল্লা, চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. ওয়াহিদ আশরাফ দেলওয়ার, সাধারণ সম্পাদক অপ্রতিরোধ্য প্রেমের কবি ময়নুল হাসান। আলোচনা করেন চুয়াডাঙ্গা দর্পণের সম্পাদক আনোয়ার হোসেন, দৈনিক আকাশ খবরের সম্পাদক প্রকাশক অ্যাড তছিরুল আলম ডিউক, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক আব্দুল গফুর, সিনিয়র শিক্ষক আলাউদ্দিন, বিশিষ্ট প্রাবন্ধিক কোরবান আলী মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানটি ছড়ায় ছড়ায় উপস্থাপন করেন কার্পাসডাঙ্গা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক শরীফ সাথী।