সুরকানন একাডেমীর পরিবেশনায় মার্সেল মাসিক গানের আসর সুরের খেয়া গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় শ্রীমন্ত টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দিন, সাবেক অধ্যাপক সিদ্দিকুর রহমান, অধ্যাপক এসএম ইস্রাফিল, সমাজসেবক তৌহিদ হোসেন। সঙ্গীত পরিবেশন করেন নুসঝাত জাহান করবী, একরামুল হক খলিল, আশাবুল হক, নিজাম, মাহমুন, সালেহ উদ্দিন প্রমুখ। যন্ত্র সঙ্গীতে ছিলেন অন্তর, শান্ত, স্বপন, সাজু, দিলীপ ও পাপ্পু। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খন্দকার আহসানুল কবীর।