সারাদেশে আজ : কাল ঢাকায় ১৯ দলের বিক্ষোভ

 

স্টাফ রিপোর্টার: ৫ জানুয়ারির একতরফা নির্বাচন বাতিল ও ২৯ জানুয়ারির কালো পতাকা মিছিলে পুলিশের বাধার প্রতিবাদে আজ শনিবার রাজধানী ছাড়া সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট। ঢাকায় কালো পতাকা মিছিলের অনুমতি না পাওয়ায় বুধবার এ কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব মহানগর, জেলা ও উপজেলায় এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। তবে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা মহানগরে বিক্ষোভসভা করার অনুমতি পায়নি ১৯ দল। পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যান, নয়াপল্টন বা মহানগর নাট্যমঞ্চে বিক্ষোভসভা করার জন্য অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনের কাছে চিঠি দিয়েছিলো তারা। শুক্রবার সন্ধ্যা ৭টায় বিএনপির সহদফতর সম্পাদক আবদুল লতিফ জনি বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যান, নয়াপল্টন অথবা মহানগর নাট্যমঞ্চে বিক্ষোভসভা করার অনুমতি চেয়েছিলাম। এখন পর্যন্ত পাইনি। এদিকে শুক্রবার বিকেলে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, হত্যা, গুম ও রিমান্ডের নামে নেতাকর্মীদের পুলিশি হেফাজতে নির্যাতন এবং ঢাকায় কালো পতাকা মিছিল করতে না দেয়ার প্রতিবাদে শনিবার ঢাকা ছাড়া সারাদেশে প্রতিটি মহানগর, জেলা ও উপজেলায় ১৯ দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকায় আগামীকাল রোববার বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ১৯ দলীয় জোট।

একাদশ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সরকার সহজেই আলোচনায় বসবে না এমনটাই মনে করছেন বিএনপির নীতিনির্ধারকরা। তাদের মতে, সংঘাত না ছাড়লে আলোচনা নয় সরকারি দলের এমন প্রস্তাব রাজনৈতিক কৌশল ছাড়া কিছুই নয়। তবে এ কৌশলে এবার পা বাড়াবে না দলটি। আগামী কয়েক মাসের মধ্যে উপজেলা নির্বাচনসহ দলের সাংগঠনিক পুনর্গঠনের কাজটিও শেষ করার পরিকল্পনা নিয়েছে দলটি। বিগত আন্দোলনের ভুল-ত্রুটি ও দুর্বলতা কাটিয়ে ওঠা, দীর্ঘ আন্দোলনে মামলা-হামলায় ক্লান্ত নেতাকর্মীদের মনোবল ধরে রাখার পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে চলতি সপ্তাহেই তৃণমূল সফরে যাচ্ছেন দলের কেন্দ্রীয় নেতারা। দু-এক মাসের মধ্যে সরকারের পক্ষ থেকে সংলাপের আনুষ্ঠানিক কোনো প্রস্তাব না পেলে মার্চের পরে অর্থাৎ উপজেলা নির্বাচন শেষে নতুন উদ্যমে আন্দোলনে যাওয়ার কৌশল চূড়ান্ত করতে যাচ্ছে দলটি।