মেহেরপুরে ডিবির অভিযানে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী সিহাব আটক

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সিহাব উদ্দীন (৩৪) নামের এক মাদকব্যবসায়ীকে ২৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। গতরাত ১০টার দিকে সদর উপজেলার ঝাঁঝা গ্রামে এ অভিযান পরিচালনা করেন ডিবির ওসি বাবুল আক্তার। সিহাব উদ্দীন মেহেরপুর শহরের ফৌজদারিপাড়ার চাঁদ আলীর ছেলে। ওসি ডিবি বাবুল আক্তার জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলযোগে ফেনসিডিল নিয়ে মেহেরপুর শহরের দিকে আসছিলো সিহাব। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সদস্যরা ঝাঁঝা গ্রামের হাশেম আলীর বাড়ির সামনের সড়কে অবস্থান নিয়ে সিহাবকে আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বাবুল আক্তার।