মহেশপুরে আ.লীগ একক প্রার্থী সিদ্ধান্ত আজ

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলা নির্বাচনে আ.লীগের একক প্রার্থী হিসেবে আজ শনিবার দলীয় সিদ্ধান্ত জানাবেন। সভাপতিত্ব করবেন মহেশপুর উপজেলা আ.লীগ সভাপতি শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজ্জাতুয জুম্মা। উপস্থিত থাকবেন জেলা সভাপতি ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই, সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমান ও ঝিনাইদহ-৩ আসনের এমপি নবী নেওয়াজ। মহেশপুর আ.লীগের পক্ষ থেকে মনোনয়ন ফরম কিনেছেন বর্তমান চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, এসবিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মীর সুলতানুজ্জামান লিটন, এমদাদুল হক বুলু, মিজানুর রহমান মাস্টার।