চুয়াডাঙ্গা সরোজগঞ্জ এলাকার ত্রাস সেদো গ্রেফতার

 

স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গার সরোজগঞ্জের ত্রাস সেদোকে পুলিশ গ্রেফতার করেছে। গত বুধবার রাতে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ সরোজগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে।

পুলিশ বলেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের বহালগাছি  গ্রামের মৃত জরিফ লস্কারের ছেলে সেদো (৪৫) জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। গত বুধবার রাতে গোপন সংবাদেও ভিত্তিতে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই সেকেন্দার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সরোজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বসুভাণ্ডারদহ মালোপাড়ায় ডাকাতি ও বোমা হামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে তাকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।