দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুরের মৃত শামসুল আলমের ছেলে সৌদি প্রবাসী বকুল হোসেন (৩৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি………রাজেউন)। গত মঙ্গলবার রাতে সৌদি আরবের মদিনা শহরে আলভিসা নামক আবাসিক এলাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ৩ ভাই ও এক বোনের মধ্যে নিহত বকুল ছিলেন ২য়। মৃত্যুকালে স্ত্রী, দু ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১০/১২ দিনপর নিহত বকুলের মরদেহ দেশে এসে পৌঁছাবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।