দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মরহুম আনসার আলী মাস্টারের টি-১০ ক্রিকেটের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে তিন টার দিকে হাইস্কুল মাঠে মরহুম ওলি ট্রেডার্স ও নিউস্টার ক্লাবের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টর্সে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওলি ট্রেডার্স নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। ৯৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউস্টার ক্লাব সবকটি উইকেট হারিয়ে মাত্র ৫৩ রান সংগ্রহ করে। ওলি ট্রেডার্সের সবুজ ২ উইকেটসহ ২৭ রান করে ম্যাচ সেরা এবং নিউস্টার ক্লাবের আমিরুল অলরাউন্ড ক্রীড়া নৈপূণ্য দেখিয়ে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন। খেলায় অ্যাম্পায়ার ছিলেন আবুল বাশার ও হাকিম। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান তনু। উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি জামাল উদ্দিন, প্রভাষক আবুল হাশেম, সাবেক ইউপি সদস্য একরামুল মেম্বার, জনি, রশিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।