খবর: (ঝিনাইদহ শৈলকুপায় ইয়াবা ও হেরোইনসহ দু যুবক আটক)
হেরোইনের চুরুট ফুঁকি
ইয়াবা খাই গুলিয়ে,
ওরা আমার কাছের সাথী
সব জ্বালা দেয় ভুলিয়ে।
মদের বোতল নড়ে চড়ে
মেদ ভুড়ি দেয় ফুলিয়ে,
বিকেল হলেই তাড়ির কলস
ঘুরি গলায় ঝুলিয়ে।
রাত বিরেতে নেশা করি
প্রকাশ্যে ঠ্যাং দুলিয়ে,
ধরবে নাগো দাও না যতোই
থানার পুলিশ হুলিয়ে।
-আহাদ আলী মোল্লা