Untitled

 

আন্দলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারের সাবেক মুদিব্যবসায়ী আলহাজ আবুল হোসেন মণ্ডল আর নেই। তিনি গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহি………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। মরহুমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারে সদস্যদের প্রতি সমবেদনা জানায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর আন্দুলবাড়িয়া খাঁজা পরেশ সাহেবের রওজার ঈদগা ময়দানে মরহুমের জানাজা শেষে রওজা গোরস্তানে তার লাশ দাফন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মরহুম আবুল হোসেন মণ্ডল আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেনের পিতা।