জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সরকারি বরাদ্দের হুইল চেয়ার ও চশমা প্রদান করা হয়েছে। ইউএনও সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা প্রধান অতিথি হিসেবে এ হুইল চেয়ার ও চশমা বিতরণ করেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার আলিপুর মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির প্রতিবন্ধী ছাত্র জাহিদ হোসেন শুভ ও রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ইমাম হাসানকে একটি করে হুইল চেয়ার ও ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির অন্ধ ছাত্র আরিফুল ইসলাম রাজুকে একটি চশমা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার কোমল কুমার ভট্টাচার্য, সহকারী শিক্ষা অফিসার জিল্লুর রহমান, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এমআর বাবু ও সাংবাদিক সালাউদ্দীন কাজল প্রমুখ।