মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের একটি বাড়ির উঠোনে বোমা হামলার ঘটনা ঘটেছে। বোমার আঘাতে কেউ হতাহত না হলেও বিস্ফোরণের শব্দে ওই বাড়ির বাসিন্দারাসহ এলাকাবাসী আতঙ্কিত হয়ে ওঠে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই বোমা হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়পাড়ার মুনছুর মিয়ার বাড়ির উঠোনে কে বা কারা একটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমার বিস্ফোরণে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এ ঘটনায় মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) তরিকুল ইসলাম জানান, ওটি বোমা নয়, একটি ককটেল মাত্র। কে বা কারা শত্রুতা করে আতঙ্ক সৃষ্টির জন্য ওই বাড়ির উঠোনে এটা নিক্ষেপ করে পালিয়ে যায়।