ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ও জগন্নাথপুর মাদরাসায় বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গা হাদিকাতুল উলুম বালিকা দাখিল মাদরাসায় অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজি আনসার আলী। আলোচনা করেন, অধ্যক্ষ মাও. নুরুল আমীন, আব্দুস সামাদ, আ. গফুর, আবু হানিফ, শামসুল আলম, মহাসীন আলী প্রমুখ।
অপরদিকে জগন্নাথপুর বালিকা দাখিল মাদরাসায় সভাপতিত্ব করেন হাজি মো. রমজান আলী। আলোচনা করেন, অধ্যক্ষ মাও আব্দুল গাফফার, আ. খালেক, ফজলুল হক, আ. রউফ, আসাদুল হক সিদ্দীকুর রহমান প্রমুখ। পরে সম্প্রতি অবসর গ্রহণকারী শিক্ষক আনসার আলী ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা কার্পাসডাঙ্গার হাদীকাতুল উলুম বালিকা দাখিল মাদরাসার বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১০টার দিকে মাদরাসা প্রাঙ্গণে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি হাজি আনছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- মাদরাসা সুপার নুরুল আমিন। উপস্থিত ছিলেন- মাদরাসার শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুল গফুর।
আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, জীবননগরের আন্দুলবাড়িয়া আশরাফিয়া আলিম মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মাদরাসা চত্বরে অনুষ্ঠিত হয়। মাদরাসা সুপার মাও. সাইফুজ্জামানের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার ও বিশেষ অতিথি ছিলেন দৈনিক মাথাভাঙ্গার আন্দুলবাড়িয়া প্রতিনিধি নারায়ণ ভৌমিক। বক্তব্য রাখেন- সহসুপার আরিফুজ্জামান, প্রভাষক মাও. জামাল উদ্দিন, সহকারী শিক্ষক রবিউল ইসলাম ও জুনিয়র শিক্ষিকা নার্গিস আক্তার, ছাত্র ফজলুর রহমান ও ছাত্রী রুমী খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মাও. আব্দুল সালাম।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনী উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন তেরাইল-জোড়পুকুরিয়া কলেজের প্রভাষক মাসুম-উল হক মিন্টু, মোকলেছুর রহমান ও আব্দুল হান্নান।