মেহেরপুর অফিস: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত মেহেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ইয়াং টাইগার্স অনুর্ধ-১৮ ক্রিকেটে ঝিনাইদহ জেলা দল ২ উইকেটে জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় টসে জিতে ঝিনাইদহ জেলা দল কুষ্টিয়া জেলা দলকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ঘনকুয়াশার জন্য নির্ধারিত ৪৫ ওভারের খেলায় কুষ্টিয়া জেলা দল ৩৭ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে। দলের পক্ষে নাইম সর্বোচ্চ ৩৭ রান করেন। ঝিনাইদহ জেলা দলের মনোয়ার একাই ৫টি উইকেট লাভ করেন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ঝিনাইদহ জেলা দল ৩৬ ওভার ২ বলে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে আপন সর্বোচ্চ ২৪ রান করেন। কুষ্টিয়া জেলা দলের রাজা ও করিম ৩টি করে উইকেট লাভ করেন। ঝিনাইদহ জেলা দলের মনোয়ার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।