মাথাভাঙ্গা অনলাইন : মাগুরার শালিখা উপজেলার ছান্দরা গ্রামে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষে পুলিশের তিন উপ-পরিদর্শকসহ ৭ পুলিশ সদস্য গুরুতর জখম ও কমপক্ষে ১০ জামায়াত-শিবিরকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে ছান্দরা মসজিদে জামায়াতের গোপন বৈঠককালে পুলিশ সেখানে অভিযান চালালে এ সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পাঁচ রাউন্ড ফাকা গুলি ছোড়ে।
মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, ছান্দড়া গ্রামের একটি মসজিদে জামায়াত-শিবিরের কর্মীরা গোপন বৈঠক করছে খবর পেয়ে শালিখা থানা পুলিশ রাতে সেখানে অভিযান চালায়। পুলিশ মসজিদটি ঘিরে ফেললে জামায়াত-শিবিরের কর্মীরা মসজিদ থেকে বের হয়ে লাঠি, লোহার রড দিয়ে পুলিশকে বেধড়ক পিটুনি দেয়। এ সময় জামায়াতকর্মীরা পুলিশের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
সংঘর্ষে শালিখা থানার সেকেন্ড অফিসার ইকবাল, এসআই সালাম, এসআই আশরাফুল, এসআই ইদ্রিস, কনস্টেবল আবদুর রব, মনির এবং গাড়িচালক আতাউল গুরুতর জখম হন। এছাড়া জামায়াত-শিবিরের ১০ কর্মী আহত হন। আহতদের রাত ২টার দিকে মাগুরা সদর হাসপাতালে আনা হয় বলে তিনি জানান।
তারা নাশকতা চালাবার জন্য ছান্দড়া মসজিদে জড়ো হয়ে গোপন বৈঠক করছিল বলে পুলিশ ধারণা করছে।
এদিকে, ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ব্যবহৃত একটি ল্যাপটপ এবং কিছু বইপত্র উদ্ধার করেছে পুলিশ।