কালিদাসপুরে যৌতুক-বাল্য বিয়ে ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময়সভায় জেলা প্রশাসক

 

বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে একসাথে কাজ করতে হবে

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়ন পরিষদে গতকাল বুধবার যৌতুক, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা মূলক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিদাসপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। তিনি বলেন-পিতামাতার অবহেলার কারণে ছেলে-মেয়েরা খারাপ পথে ধাবিত হচ্ছে। তাই সব সময় পিতামাতার উচিত ছেলে-মেয়েরা কোথায় কী করে তার খোঁজখবর রাখা। বর্তমান সমাজে বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধ করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম, জ্বালানি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহিনুজ্জামান, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি হামিদুল ইসলাম আজম। উপসহকারী কৃষি অফিসার আহসান-উল হক শাহীনের উপস্থাপনায় বক্তব্য রাখেন- ইমদাদুল হক ডাবু, সোহেলী আক্তার ও জালাল উদ্দিন। উপস্থিত ছিলেন, কালিদাসপুর ইউনিয়নের গ্রাম আদালতের সহকারী সেলিনা আক্তার, উপসহকারী কৃষি অফিসার হাফিজুর রহমান, হাজি মো. মুনছুর আলী, রবিউল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার রোহান উদ্দিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শামসুজ্জামান, আবুল হোসেন, রহিতুজ্জামান রহিত, আলাউদ্দিন আলা, শেখ মজনুর রহমান প্রমুখ।