গাংনী প্রতিনিধি: হরতাল-অবরোধের সময় বিভিন্ন অভিযোগে গাংনী থানা পুলিশের দায়ের করা ৩টি মামলায় অর্ন্তবর্তীকালীন জামিন পেয়েছেন মেহেরপুর জেলা বিএনপি সভাপতি মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। গত মঙ্গলবার হাইকোর্টোর একটি বেঞ্চ ৫ সপ্তার এ জামিন মঞ্জুর করেন। গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাহারবাটি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, উপজেলা কৃষকদলের সভাপতি আখেরুজ্জামান ও উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামানসহ দলের ৩৫ জন নেতাকর্মী মামলা তিনটিতে জামিন লাভ করেছেন।