স্টাফ রিপোর্টার: দামুড়হুদার কোমরপুরের করিমনচালক গাফফার দুর্ঘটনার শিকার হয়েছেন। সামনে থেকে আসা আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন। তার একটি হাত ও পা ভেঙে গেছে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে কুতুবপুর বটতলামোড়ে এ দুর্ঘটনা ঘটে।
কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত আসান মল্লিকের ছেলে আব্দুল গাফফার (২০) তার করিমনে যাত্রী নিয়ে মুন্সিপুর গ্রামে যাচ্ছিলেন। কুতুবপুর বটতলামোড়ে পৌঁছুলে সামনে থেকে আসা একটি আলমসাধুর সাথে তার করিমনের মুখোমুখি আঘাত লাগে। এতে তিনি পাশের একটি ইটের গাদার ওপর ছিটকে পড়ে যান। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।