মেহেরপুর অফিস: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মেহেরপুর সরকারি কলেজের ৪র্থ বর্ষের ইংরেজি বিভাগের দরিদ্র ও মেধাবী ছাত্র মিলন শেখের চিকিৎসার জন্য মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ১০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজ ক্যাম্পাসে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে মিলন শেখের পিতা মিন্টু শেখের হাতে ওই চেক তুলে দেয়া হয়। মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ ও সাধারণ সম্পাদক কুদরুত-ই খোদা রুবেল অনুদানের চেক তুলে দেন। উপস্থিত ছিলেন কলেজের ক্রীড়া শিক্ষক মাসুদুল হাসান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বখতিয়ার হোসেন, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুলফিকার আলী, সোহেল, মামুন প্রমুখ। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মিলন শেখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।