আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ রায়শা গ্রামে অভিযান চালিয়ে মারামারি মামলার আসামি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে।
জানা গেছে, আলমডাঙ্গা রায়শা গ্রামের মৃত ফকির মণ্ডলের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) জমিজমা সংক্রান্ত মারামারি মামলার অন্যতম আসামি। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিলো। রাজ্জাকসহ তার ভাইয়েরা একই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে শফি মহুরিসহ কয়েকজনকে জমিজমা সংক্রান্ত বিষয়ের জের ধরে কিছুদিন আগে মারধর করে। এ সময় শফি মহুরি আব্দুর রাজ্জাককে আসামি করে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রায়শা গ্রামে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আজ তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।