কালীগঞ্জ প্রতিনিধি: মিল কর্তৃপক্ষের অবহেলা অনিয়ম ও যান্ত্রিক ত্রুটির কারণে ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলে ১৮ ঘন্টা ধরে আখ মাড়াই বন্ধ রয়েছে। যার ফলে চিনিকলের ৫০ লাখ টাকা লোকসান হয়েছে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন জানান, গতরাত ৮টা থেকে চলতি মরসুমের আখমাড়াইয়ের টারবাইন মেশিন নষ্ট হওয়ার কারণে আখমাড়াই বন্ধ রয়েছে। ফলে জেলার ৮টি সাবজোনের অধীনে ৫০টি সেন্টারে হাজার হাজার চাষির আখ নষ্ট হয়ে যাচ্ছে। চাষিদের আখ নষ্ট হওয়ায় চিনির উৎপাদন কমে যাবে। এ কারণে মিলকর্তৃপক্ষের ৫০ লাখ টাকা লোকসান হবে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ। আখচাষিরা অভিযোগ করেছেন মিল কর্তৃপক্ষের অবহেলা, অদক্ষতা ও নিম্নমানের যন্ত্রাংশের কারণে এমন ঘটনা ঘটেছে।