স্টাফ রিপোর্টার: চ্যানেল নাইনের চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন উজ্জ্বল মাসুদ। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। চ্যানেল নাইনের চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করায় উজ্জ্বল মাসুদকে দৈনিক মাথাভাঙ্গা পরিবার অভিনন্দন জানিয়েছে।
চুয়াডাঙ্গা জেলা শহরের শান্তিপাড়ার মো. আনছার আলীর (মোহাম্মদ আলী) ও রহিলা বেগমের ছেলে উজ্জ্বল মাসুদ শিক্ষাজীবনের পাশাপাশি দক্ষতার সাথে সাংবাদিকতা করে আসছেন। ঢাকা তেজগাঁওস্থ চ্যানেল নাইনের চিফ এক্সকিউটিভ ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহম্মেদ (অব.) স্বাক্ষরিত নিয়োগপত্র তার কার্যালয়ে গত সোমবার আনুষ্ঠানিকভাবে উজ্জ্বলের হাতে প্রদান করা হয়। উজ্জ্বল মাসুদ চ্যানেল নাইনের প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করায় তাকে দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক চুয়াডাঙ্গা প্রেসক্লাব সেক্রেটারি অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন। এছাড়াও চুয়াডাঙ্গার সাংবাদিকমহল তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে।