ভ্রাম্যমাণ আদালতে ২ ওষুধ কোম্পানির ২ প্রতিনিধির নিকট থেকে জরিমানা আদায়

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের সাথে দীর্ঘক্ষণ আলাপচারিতার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ২ ওষুধ কোম্পানির ২ প্রতিনিধির নিকট থেকে জরিমানা আদায় করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, অপসোনিন কোম্পানির বিক্রয় প্রতিনিধি আবুল বাশার ও বায়োফার্মা কোম্পানির বিক্রয় প্রতিনিধি সাদিকুর রহমান মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের সাথে দীর্ঘক্ষণ আলাপচারিতায় মগ্ন ছিলেন। এতে চিকিৎসাকাজে ব্যাঘাত ঘটে। খবর পেয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কুমার মণ্ডল তাদের আটক করেন। পরে তাদের ২ জনের নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।