জালিম এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে
চুয়াডাঙ্গা জেলা বিএনপির অন্যতম নেতা ও ঐক্য সমন্বয়ক লেঃ কর্নেল অবঃ সৈয়দ কামরুজ্জামান বলেছেন, গায়ের জোরে ও পবিত্র সংবিধান লংঘন করে বর্তমান সরকার ক্ষমতায় বসেছে। কারণ বাংলার মানুষ ৫ জানুয়ারির নির্বাচনে ভোট না দিয়ে তাদেরকে বুঝিয়ে দিয়েছে তারা আওয়ামী লীগকে চায় না। তিনি গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি আয়োজিত কালো পতাকার আন্দোলন মিছিলের প্রস্তুতি সভায় বক্তৃতাকালে এ কথা বলেন। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আর ঘরে বসে থাকবেন না, বাইরে আসুন, এ জালিম সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটিয়ে বাংলার মানুষকে মুক্তি দিন। এ জন্য তিনি আজকের কালো পতাকার মিছিলে বিকেল ৩টায় পান্না সিনেমা হলের সামনে বিএনপির অফিসে সমবেত হওয়ার আহ্বান জানান। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক রেজাউল করিম মুকুটের সভাপতিত্বে প্রস্তুতি ও মতবিনিময়সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলী হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. আব্দুল ওহাব মল্লিক, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্দুর জব্বার সোনা, সেচ্ছাসেবক দলের সহসভাপতি মহসিন আলী বিশ্বাস, যুবদল নেতা মফিজুর রহমান মনা ও শরিফুল আলম বিলাস।