মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগরে দুটি ইটভাটায় বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এছাড়া আরও তিনটি ভাটায় চাঁদা দাবি করেছে তারা। রামনগর গ্রামের বিবিই ব্রিক্সে জিয়া নামের এক কর্মচারীকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বিবিই ব্রিকসের মালিক ফজলুল মিয়া জানান, মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামের মুকুট ও হিরা ব্রিক্স, রামনগর গ্রামের বিবিই ও শফিকুল ইসলাম ব্রিক্স এবং ভবানিপুর গ্রামের এবিসি ব্রিক্সে মঙ্গলবার দিবাগত রাতে একদল মুখোশপরা অস্ত্রধারী সন্ত্রাসী প্রবেশ করে একটি মোবাইল নম্বর দিয়ে মালিকদের যোগাযোগ করতে বলে। ভাটা থেকে বের হয়ে যাওয়ার সময় এবিসি ব্রিক্সের সামনে দুটি ও বিবিই ব্রিক্সের সামনে আরও একটি বোমার বিস্ফোরণ ঘটায়। তবে এ বোমা বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মুজিবনগর থানার ওসি আসলাম খান জানান, বোমা বিস্ফোরণ ও চাঁদাবাজির কোনো অভিযোগ তার নিকট আসেনি।