খবর: (উপজেলা নির্বাচনে লড়াইয়ে সব দল)
ভোটের আগে দীন দুঃখীদের
চোখের পানি মোছায় সবাই,
অমনি কদিন যেই না যাবে
নিজের আখের গোছায় সবাই।
ভোটের আগে দ্বারে দ্বারে
নিজের ঢোলই পেটায় সবাই,
কদিন পরেই উদর ভরে
নিজের খায়েশ মেটায় সবাই।
ভোটের আগে দরদ কতো
কেঁদে দু চোখ ভাসায় সবাই,
কপাল খারাপ আমজনতার
ভোটের পরে ফাঁসায় সবাই
-আহাদ আলী মোল্লা