নানা আয়োজনে মেহেরপুরে মৃত্তিকা গ্রুপ থিয়েটারের ৪র্থ বর্ষ উদযাপিত

 

মেহেরপুর অফিস: র‌্যালি, আলোচনাসভা ও কেক কাটার মধ্যদিয়ে মেহেরপুর মৃত্তিকা গ্রুপ থিয়েটারের ৪র্থ বর্ষে পদার্পন অনুষ্ঠিত হয়েছে। “থেমে থেকো না অন্ধকারে, চলো এগিয়ে যাই একসাথে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহীদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেনের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক আশহাদুর রহমান।

বিকেল সাড়ে ৪টার দিকে মৃত্তিকা কার্যালয় প্রাঙ্গণে কেক কাটাসহ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশহাদুর রহমান অনু। বক্তব্য রাখেন মেহেরপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন মিরু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাইদুর রহমান, উদীচীর জেলা সভাপতি অ্যাড. ইব্রাহিম শাহীন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. পল্লব ভট্টাচার্য, স্বাচিপ’র জেলা সেক্রেটারি ডা. তাপস কুমার সরকার, অরনি’র সভাপতি নিশান সাবের, সাংবাদিক তোজাম্মেল আযম, সাংস্কৃতিক কর্মী শ্বাশত নিপ্পন চক্রবর্তী, মাহবুবুল হক মন্টু, শামীম জাহাঙ্গীর সেন্টু, বাশরী মোহন দাস, আব্দুল ওয়াদুদ প্রমুখ।